Correct Answer: Option C
- মণিপুর হল ভারতের উত্তর-পূর্ব ভারত একটি রাজ্য।
- মণিপুরের রাজধানী ইম্ফল।
- এই রাজ্যে মৈতেই, পাঙ্গাল (মুসলমান), নাগা ও কুকি উপজাতির মানুষেরা বাস করেন।
- এই সব উপজাতির মানুষদের ভাষা তিব্বতি-ব্রহ্ম ভাষাগোষ্ঠীর নানান ভাষা।
- এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে অসম ও পূর্বদিকে মায়ানমার।
- এই রাজ্যের আয়তন ২২,৩২৭ বর্গকিলোমিটার (৮,৬২১)।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions