সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সেন্টিমিটারে-
A ১০ কি.মি.
B ১০ নিউটন
C ২৭ কি.মি.
D ৫ কি.মি .
Solution
Correct Answer: Option B
- যে কোনো পদার্থের মত বায়ুর নিজস্ব ওজন আছে।
- বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ।
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারে ৬.৭ কেজি।