Correct Answer: Option D
- ইউরিয়া (Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO। ইউরিয়ার অণুতে দুইটি অ্যামাইন (-NH2) অবশেষ একটি কার্বনিল (-CO-) ফাংশনাল গ্রুপ দ্বারা সংযুক্ত হয়েছে।
- বেসিমার পদ্ধতিতে ইউরিয়া সার উৎপাদিত হয়।
- ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে।
- ইউরিয়া সারে ৪৪-৪৬% নাইট্রোজেন থাকে।
- ইউরিয়া সারের প্রধান কাজ হলো গাছকে সবুজ ও সতেজ করা।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions