Solution
Correct Answer: Option A
- "আইলসা" এবং "চমক" হলো বাংলাদেশের উন্নত আলুর জাতের নাম।
- আলু চাষে এই জাতগুলো উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী হিসেবে পরিচিত।
- আলুর বিভিন্ন জাতের মধ্যে আইলসা ও চমক জাত বিশেষভাবে উল্লেখযোগ্য, যা কৃষি গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয়েছে এবং ব্যাপকভাবে চাষ করা হয়।