গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

A নিম্নভূমি নিমজ্জিত হবে

B ক্রমশ উত্তাপ বেড়ে যাবে

C বৃষ্টিপাত কমে যাবে

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

• গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে ।
• গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেরু অঞ্চল বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে ।
• গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসসমূহ CFC, CO2 , CH4 ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions