আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?

A ইরাক

B ফিলিপাইন

C ইন্দোনেশিয়া

D থাইল্যান্ড

Solution

Correct Answer: Option B

- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের মিন্দানাও ও সুলু দ্বীপপুঞ্জে তাদের তৎপরতা চালাচ্ছে।
- ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে।
- মিন্দানাও প্রদেশে দীর্ঘদিন ধরে স্বাধীন মুসলিম রাষ্ট্র গড়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
- হামলা, গুপ্তহত্যা, মুক্তিপণের জন্য অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে।
- যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকার 'আবু সায়েফ'-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
- ২০০০ সালে, 'আবু সায়েফ' ২১ জন পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
- ২০১৭ সালে, মারাও শহরে ইসলামিক স্টেট-এর সাথে যৌথভাবে লড়াই করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions