'প্রভাত' কোন ধরণের সমাসের উদাহরণ?

A নিত্য সমাস

B অলুক তৎপুরুষ সমাস

C উপপদ তৎপুরুষ সমাস

D প্রাদি সমাস

Solution

Correct Answer: Option D

- প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যেও সমাস হয় তাকে বলে প্রাদি সমাস। প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন, প্র ( প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি।
- প্রাদি সমাসে- ‘প্র’থাকলে ‘প্রকৃষ্ট’ হবে। যেমন: প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions