মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?

A বিজয় গুপ্ত

B ভারতচন্দ্র রায়গুণাকার

C মুকূন্দারাম চক্রবর্তী

D কানাহরি দত্ত

Solution

Correct Answer: Option B

- বাংলা সাহিত্যের সময়কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
- এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়।
- ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ।
- তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
- তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি।
- তার শ্রেষ্ঠ কীর্তি ‘অন্নদামঙ্গল’ কাব্য (১৭৫২-৫৩) রচনা।
- তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions