Solution
Correct Answer: Option A
-প্রায়স যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ স্থানকে ককপিট বলা হয়।
-বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়,
-কারণ এখানে অডেন আর্দে, রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং
-বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ বা হাজার হ্রদের দেশ।