- "If winter comes, can spring be far behind?" এই লাইনটি লিখেছেন P.B Shelley.
- তিনি উনিশ শতকের প্রথম দিকের একজন ইংরেজি কবি ছিলেন।
- তাকে ইংরেজ সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে ভাবা হয়।
- তার বিখ্যাত কবিতা Ozymandias ও Ode to the West Wind।