কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

A গ্লিসারিন

B ফিটকিরি

C সোডিয়াম ক্লোরাইড

D ক্যালসিয়াম কার্বনেট

Solution

Correct Answer: Option D

- রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়।
- ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু।
- সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না।
- অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions