চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি?
A সরকারি স্বার্থ উদ্ধার
B সম্প্রদায়ের স্বার্থ উদ্ধার
C নিজেদের স্বার্থ হাসিল করা
D রাষ্ট্রীয় স্বার্থ উদ্ধার
Solution
Correct Answer: Option C
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো একই ধরনের আর্থিক, সাংস্কৃতিক, বৈষয়িক সুবিধা ও মর্যাদা লাভের জন্য স্বার্থের ভিত্তিতে সংঘবদ্ধ বিশেষ জনগোষ্ঠী। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। তাই এদিক হতে রাজনৈতিক দলের সাথে এদের পার্থক্য বিদ্যমান।
এস.ই.ফাইনার এর মতে- “চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো সে গোষ্ঠী যারা নিজেদের পছন্দমতো পথে সরকারি নীতিকে প্রভাবিত করতে চায়, যদিও রাজনৈতিক দলের মতো প্রত্যক্ষভাবে ক্ষমতায় আস্তে চায় না।”
জে.ডি মিলার এর মতে- “চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ সর্বাধিক লক্ষণীয় এবং সুসংহত স্বার্থের প্রতিভু স্বরুপ।”
আলমন্ড ও পাওয়েল-“নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এ সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।”
অধ্যাপক মাইরন ওয়েনার- “চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বোঝায় যারা স্বেচ্ছামূলক ভাবে সংগঠিত, যা সরকারি কাঠামোর বাইরে অবস্থান করে সরকারি নীতি গ্রহণ, পরিচালনা বা নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারে সচেষ্ট থাকে।”