বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?
A ১২১২
B ১২০০
C ১২০৪
D ১২১১
Solution
Correct Answer: Option C
- বখতিয়ার খিলজী ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন।
- বখতিয়ার খিলজী নদীয়া আক্রমণ করেন এবং বাংলায় মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন।
- তিনি বাংলায় প্রথম মুসলিম শাসক।
- জাতিতে তিনি তুর্কি আর অধিবাসী ছিলেন আফগানিস্তান।