Solution
Correct Answer: Option B
- ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
- এই আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া। ১৯৬৬ সালের ৭ জুন তিনি শহীদ হন।
∎ ছয় দফা দাবিগুলো হলো:
-শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
-কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
-মুদ্রা বা অর্থ সম্বন্ধনীয় ক্ষমতা।
-রাজস্ব কর/শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা।
-বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
-আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
বঙ্গবন্ধুর ঘোষিত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম 'ছয়দফা : আমাদের বাঁচার দাবি।'