পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে?
Solution
Correct Answer: Option D
- ১৯০৫ সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন।
- এর ফলে বাংলাকে ভাগ করে 'পূর্ব বাংলা ও আসাম' নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়, যার রাজধানী ছিল ঢাকা।
- এই নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার (Sir Bampfylde Fuller)।
- তিনি ১৯০৫ সালের ১৬ অক্টোবর থেকে ১৯০৬ সালের ২০ আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।