জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
A পানিসেচ
B কৃত্তিম সার প্রয়োগ
C প্রাকৃতিক সার প্রয়োগ
D জমিতে নাইট্রোজেন
Solution
Correct Answer: Option A
- পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে।
- কৃত্রিম সার প্রয়োগ জমির লবণাক্ততা কিছুটা বৃদ্ধি করে।
- জমির লবণাক্ততা নিয়ন্ত্রণে প্রাকৃতিক সারের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই।
- জমিতে নাইট্রোজেন ধরে রাখার সাথেও জমির লবণাক্ততা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই।