Solution
Correct Answer: Option D
• ভোজবিহার কুমিল্লার কাছে ময়নামতীর শালবন বিহার ও আনন্দ বিহারের পর তৃতীয় বৃহদায়তন ভিক্ষু নিবাস ও স্থাপনা।
• এটি কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী সংলগ্ন কোটবাড়ির কেন্দ্রে অবস্থিত।
• স্থানটির পূর্বে রয়েছে এক বিরাট আকারের জলাশয়।
• সাম্প্রতিককালের খননকার্যের ফলে এখানে ১৩৭.২ বর্গমিটার আয়তনের বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।
• এ মঠ বা বিহারের কেন্দ্রস্থলে খোলা আঙিনায় ছিল একটি বড় আকারের মন্দির।
• ১৯৪৪-৪৫ সালের দিকে লুটেরারা এ স্থাপনার ব্যাপক ক্ষতিসাধন করে।
• এখানকার খননকাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, অনেক কিছুই এখনও উদ্ঘাটিত হয় নি।