বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট' কোন জেলায় অবস্থিত ?
Solution
Correct Answer: Option D
'রামসার সাইট' হলো বিশ্বব্যাপী জীব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্র্যাস যা ১৯৭১ সালে ইরানের রামসারে স্বাক্ষরিত হয়েছিল ।
বাংলাদেশের রামসার স্থান ক্রমানুসারেঃ
১. সুন্দরবন,
২. টাঙ্গুয়ার হাওর (সুনামগঞ্জ)
৩. হাকালুকি হাওর(মৌলভীবাজার),
টাঙ্গুয়ার হাওড়কে 'পরিবেশগত সংকটাপন্ন' এলাকা হিসেবে চিহ্নিত করা হয় ১৯৯৯ সালে । ২০০০ সালে ২০ জানুয়ারি 'রামসার সাইট' ঘোষণার পর বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে হাওড়ে আসতে হয়।