Solution
Correct Answer: Option A
- আবদুল মান্নান সৈয়দ (জন্ম: ৩রা আগস্ট, ১৯৪৩ - মৃৃত্যু: ৫ই সেপ্টেম্বর, ২০১০) বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক।
- কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা, নাটক ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন।
- তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।
- রবীন্দ্রোত্তর কালে বাংলা সমালোচনা-সাহিত্যে তাঁর রয়েছে দারুন অবদান।
- কবি জীবনানন্দ দাশ এবং কবি কাজী নজরুল ইসলামের ওপরও তাঁর রয়েছে গবেষণা।
- তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দেড় শতাধিক।
- বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই পরিচিত ছিলেন।
- তিনি ছিলেন বাংলাদেশের প্রথম "পোয়েট ইন রেসিডেন্স"।
- আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম অশোক সৈয়দ।
- তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’
- ছোটগল্প ‘সত্যের মতো বদমাশ’
- উপন্যাস ক্ষুধা প্রেম আগুন’।