Solution
Correct Answer: Option A
- ক্রোমোজোমের ভিতর DNA এর যে দীর্ঘ শেকল রয়েছে, তার একটি অংশে বংশগতির কোনো একটি একক লিপিবদ্ধ থাকে সেটিকে বলা হয় জিন।
- ক্রোমোজোমের গায়েই সন্নিবেশিত থাকে অসংখ্য জিন বা বংশগতির একক।
- জীবজন্তুর বৈচিত্র্যের নিয়ন্ত্রক জিন।