ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
A দেহে বিভিন্ন এনজাইম বিদ্যমান
B পোষকদেহের সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে
C DNA বা RNA উভয় প্রকার নিউক্লিক এসিড থাকে
D নিউক্লিক এসিড ক্যাপসিড- এর মধ্যে অবস্থান করে
Solution
Correct Answer: Option D
-ব্যাকটেরিয়া কোষীয় এবং এতে আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকে। এরা আণুবীক্ষণিক জীব।
- সজীব কোষের বাইরেও বংশবৃদ্ধি করতে পারে। কেলাসিত করলে আর জীবনের লক্ষণ প্রকাশ করে না।
- ব্যাকটেরিয়াতে DNA বা RNA উভয় প্রকার নিউক্লিক এসিড থাকে এবং এই নিউক্লিক এসিড সাইটোপ্লাজমে অবস্থান করে।
- এদের দেহে বিভিন্ন এনজাইমও থাকে এবং দেহে বিপাকক্রিয়া ঘটে।
- ভাইরাসের ক্ষেত্রে DNA বা RNA যে কোনো একপ্রকার নিউক্লিক এসিড থাকে এবং তা ক্যাপসিড- এর মধ্যে অবস্থান করে।