Solution
Correct Answer: Option C
- কোষের নিউক্লিয়াসে বিদ্যমান অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ যা বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরন প্রভৃতি কাজে অংশ নেয় তাকে ক্রোমোসোম বলে।
- ক্রোমোসোম অর্থ হলো রঞ্জিত বা রংধারনারী দেহ।
- প্রতিটি কোষে অবস্থিত তন্তময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তা ক্রোমোজোম।
- মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়।
- বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।