Solution
Correct Answer: Option A
- ইতার-তাস ১ সেপ্টেম্বর, ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা।
- এর পূর্ণরূপ হচ্ছে Information Telegrah Agency of Russia (ITAR-TASS)।
- এছাড়া ইন্টারফ্যাক্স ও রিয়া-নভোস্তি রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা।
অন্যদিকে,
- চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে ‘জিনহুয়া নিউজ এজেন্সি’ এবং
- পাকিস্তানের ‘সানা’ ও ‘এপিপি’ অন্যতম।