তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?
A মীর মশাররফ হোসেন
B রোকেয়া সাখাওয়াত হোসেন
C বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়
D রবীন্দ্রনাথ ঠাকুর
Solution
Correct Answer: Option C
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৮-১৮৯৪) বিখ্যাত উপন্যাস ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬)।
-উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন- ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’; ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ ইত্যাদি।