'মাৎস্যন্যায়' বলতে কোন সময়কে বুঝানো হয়েছে?
Solution
Correct Answer: Option B
বাংলার দীর্ঘস্থায়ী অরাজকতা ও বিশৃঙ্খলার অবসানে পাল বংশ প্রতিষ্ঠিত হয়। রাজা শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত বাংলা এক অন্ধকার যুগ অতিক্রম করে, যা ইতিহাসে 'মাৎস্যন্যায়' নামে পরিচিত। মাৎস্যন্যায় একটি সংস্কৃত শব্দ, যার আক্ষরিক অর্থ হলো 'মাছের আইন', যা বড় মাছের ছোট মাছকে খেয়ে ফেলার মতো অরাজক পরিস্থিতিকে নির্দেশ করে। এই চরম নৈরাজ্য থেকে বাংলাকে রক্ষা করতে গোপাল নামক একজন বিশিষ্ট ব্যক্তি সর্বসম্মতিক্রমে রাজা নির্বাচিত হন এবং অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন। এরপর প্রায় চারশ বছর ধরে পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন।