Solution
Correct Answer: Option B
ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ২টি মৌসুমে ভাগ করা যায়।
যথা- রবি মৌসুম ও খরিপ মৌসুম।
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য।
----খরিপ শস্য আবার দুই প্রকারঃ খরিপ -১ (চৈত্র-আষাঢ়) ও খরিপ -২(শ্রাবণ-আশ্বিন)