কৃষির খরিপ মৌসুম কোনটি?

A কার্তিক-ফাল্গুন

B চৈত্র-আশ্বিন

C বৈশাখ-ভাদ্র

D আশ্বিন-চৈত্র

Solution

Correct Answer: Option B

ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ২টি মৌসুমে ভাগ করা যায়।
যথা- রবি মৌসুম ও খরিপ মৌসুম।
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য।
----খরিপ শস্য আবার দুই প্রকারঃ খরিপ -১ (চৈত্র-আষাঢ়) ও খরিপ -২(শ্রাবণ-আশ্বিন)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions