কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেটের জন্য উপযোগী-
Solution
Correct Answer: Option A
- ওয়াইম্যাক্স (WiMAX), হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস এর সংক্ষিপ্তরুপ।
- এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদানপ্রদান করা।
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- কয়েকটি wireless communication system হলো TV, Radio, Satellite, Radar, Mobile, Wifi, Bluetooth, WiMax, RFID. এই অপশনে WiMax এর গতি সবচেয়ে বেশি।
- প্রতি সেকেন্ডে 75Mbps Data Transfer করতে পারে। ক্যাবল হিসেবে সবচেয়ে গতি Fiber Optic-e.
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত।