Solution
Correct Answer: Option B
- চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন ।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিস্কার করেন।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আবিষ্কার করা যায়নি।
- তবে চর্যাপদের আধুনিক ছন্দের পর্বগুলো বিন্যাস অনুযায়ী মাত্রাবৃত্ত ছন্দে ফেলা যায়।