Solution
Correct Answer: Option A
- জন্ডিস হলো রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়ার অবস্থা।
- বিলিরুবিন হলো ভেঙে যাওয়া লোহিত রক্তকণিকা থেকে উৎপন্ন একটি হলুদ রঙের পদার্থ।
- স্বাভাবিকভাবে, যকৃত বিলিরুবিনকে প্রক্রিয়াজাত করে এবং পিত্তরসে রূপান্তরিত করে।
- পিত্তরস পিত্তথলি হয়ে পিত্তনালী দিয়ে ছোট অন্ত্রে প্রবেশ করে।
- সেখানে এটি চর্বি শোষণে সাহায্য করে।
- কিন্তু যদি যকৃতের কোন সমস্যা হয়, যেমন হেপাটাইটিস, সিরোসিস বা লিভার ক্যান্সার, তাহলে বিলিরুবিন রক্তে জমা হতে শুরু করে এবং জন্ডিস দেখা দেয়।
- শরীরের জলীয় অংশে এবং রক্তে বিলিরুবিন স্বাভাবিক মাত্রা ০.২-০.৪ মি.গ্রা. নামক পিত্ত উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক ও শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পাণ্ডুরোগ বা কামেলা রোগ।
- এ রোগে যকৃত (লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।