Solution
Correct Answer: Option C
- পৃথিবীর গভীরতম স্থান হল মারিয়ানা খাত (Mariana Trench)।
- এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত, মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে।
- খাতের সর্বনিম্ন বিন্দু, চ্যালেঞ্জার ডিপ, সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,৯৯৪ মিটার (৩৬,০৭০ ফুট) গভীর।
- এটি পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্টের চেয়ে ১,১০৩ মিটার (৩,৬২২ ফুট) বেশি গভীর।