Solution
Correct Answer: Option B
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত।
- এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে।
- শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
- এই সংগ্রহশালাই সংরক্ষিত চিত্রকর্মের সংখ্যা ২৬টি।
- 'জয়নুল আর্ট গ্যালারি' অবস্থিত চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- তার অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রতিষ্ঠা ও সংবিধানের অঙ্গসজ্জায় নেত্তিত দান।
- তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে
তার বিখ্যাত চিত্রকর্মঃ
- ম্যাডোনা ৪৩
- সংগ্রাম
- সাঁওতাল রমনী
- নবান্ন
- মনপুর-৭০
- দুই মুখ,
- গুনটানা
- বিদ্রোহী গরু
- মই
- গায়ের বধু ইত্যাদি।