Solution
Correct Answer: Option C
- কৌলীন্যপ্রথার দোষ-ত্রুটি অবলম্বনে রামনারায়ণ তর্করত্ন ''কুলীনকুলসর্বস্ব'' নাটকটি রচনা করেন ১৮৫৪ সালে, এটি তাঁর শ্রেষ্ঠ প্রহসন।
- ''কুলীনকুলসর্বস্ব'' প্রথম নাটক, যা অভিনয় সাফল্য অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিল।
- এই নাটকে হিন্দুসমাজে বহুবিবাহ প্রথার কুফল সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরা হয়।
- বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবেই রামনারায়ণের মুখ্য পরিচয়।
- বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি ‘নাটুকে রামনারায়ণ’ নামে পরিচিত ছিলেন।