Solution
Correct Answer: Option A
- ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’, যার রচয়িতা মুনীর চৌধুরী।
- ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় ''কবর''নাটকটি রচনা করেন।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে ‘সংবাদ’ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়।
- এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয়।
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধ ভিত্তিক) এর রচয়িতা সৈয়দ শামসুল হক।
- ওরা কদম আলীর রচয়িতা মামুনুর রশীদ এবং
- জন্ডিস ও বিবিধ বেলুন এর রচয়িতা সেলিম আল দীন।