বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে-- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ?
A ৪৫০-৬৫০
B ৬৫০-৮৫০
C ৬৫০-১২০০
D ৬৫০-১২৫০
Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে।
যথা:
ক. প্রাচীন বা আদি যুগ (৬৫০-১২০০)
খ. মধ্যযুগ (১২০১-১৮০০) এবং
গ. আধুনিক যুগ (১৮০১-বর্তমান পর্যন্ত)।