বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে-

A ১২০১-১৩৫০

B ১২০১-১৪৫০

C ১৩০১-১৪৫০

D ১২০০-১৩০০

Solution

Correct Answer: Option A

বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল— ১২০১--১৩৫০।
প্রাচীন যুগ --(৬৫০--১২০০),
মধ্যযুগ (১২০১--১৮০০ ),
আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
কিন্তু এই যুগ বিভাগের মধ্য ১২০১--১৩৫০ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions