ঘরে বাইরে- উপন্যাসটি কার লেখা?

A আলাওল

B কাজী দীন মহম্মদ

C কাজী মোতাহের হোসেন

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option D

''ঘরে-বাইরে'' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। ''ঘরে-বাইরে' উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উপন্যাসঃ
- করুণা,
- বৌতঠাকুরাণীর হাট,
- বাজর্ষি,
- চোখের বালি,
- নৌকাডুবি,
- প্রজাপতির নির্বন্ধ,
- গোরা,
- ঘরে বাইরে,
- যোগাযোগ,
- শেষের কবিতা,
- দুই বোন,
- চার অধ্যায় ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions