বাংলাদেশে বসবাসকারী মণিপুরীদের তিনটি ধারা রয়েছে।
এগুলো হলো:
- বিষ্ণুপ্রিয়া মণিপুরী
- মেইতেই মণিপুরী এবং
- পাঙন মণিপুরী।
পাঙন সম্প্রদায় বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী। ধর্মীয় দিক থেকে এরা সুন্নি মুসলিম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পাঙনদের বসবাস সবচেয়ে বেশি।
পাঙ্গনদের সংস্কৃতি
পাঙনরা জাতিতে মুসলিম হলেও তারা বাঙ্গালি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে তেমন মিশতে পারেনি,কারণ তাদের কঠোর জাতিপ্রথা। পাঙ্গনদের কোনো মেয়ে বা ছেলে নিজ জাতির বাইরে কাউকে বিয়ে করতে পারবে না, পাঙ্গনদের মসজিদের ইমাম একজন পাঙ্গন ছাড়া অন্যকেউ হতে পারবে না।তাদের মসজিদে খুতবা বয়ান তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করে পাঠ করা হয়।পাঙ্গদের মেয়েরা খুবই পরিশ্রমি এবং পর্দানশীল। তারা ইসলাম ধর্মের নির্দেশানুযায়ী যাবতীয় করণীয় কাজ একাগ্রতার সাথে পালন করে।