সুন্দরবনের লবণাক্ত পানির অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি?
Solution
Correct Answer: Option B
- সুন্দরবনের আয়তন প্রায় ৫,৭০৪ বর্গ কিলোমিটার।
- পটুয়াখালী জেলার দক্ষিণ-পশ্চিমাংশ, খুলনা ও সাতক্ষীরা জেলার দক্ষিণাংশ জুড়ে এই বনভূমি বিস্তৃত।
- এই বনের প্রধান গাছ সুন্দরী।
- এই গাছের নামানুসারে এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরী ছাড়া এই বনের অপরাপর গাছগুলি হলো- গেওয়া, পশর, ধুন্দল, কেওড়া, গরান, বায়েন, গোলপাতা ইত্যাদি।