'অতিক্রমের যোগ্য' এক কথায় কী বলে?

A অগ্রগামী

B অতিক্রমণীয়

C আততায়ী

D অরিন্দম

Solution

Correct Answer: Option B

- অগ্রগামী: যার অর্থ অগ্রসর হওয়া, এগিয়ে চলা ।

- অতিক্রমণীয়: যার অর্থ অতিক্রম করা যায়, অর্থাৎ পার হওয়া সম্ভব।

- আততায়ী: যার অর্থ গুপ্তঘাতক বা হত্যাকারী।

- অরিন্দম: যার অর্থ অপরাজেয়, যাকে জয় করা যায় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions