নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
A Data Definition Language
B Data Manipulation Language
C Query Language
D উপরের সবগুলোই
Solution
Correct Answer: Option D
অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ। Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহায়তা করে।