Solution
Correct Answer: Option C
-প্রোগাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়।
-অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারের তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য। কোন file এর কোন অংশ Cut বা Copy করলে তা Clipboard এ অস্থায়ীভাবে সংরক্ষিত হয় যা কোন স্থানে Paste করা যায়।