'যা অপনয়ন করা যায় না'—এর এক কথায় প্রকাশ কী?
A দূরপনেয়
B অনপনেয়
C অপসৃয়মাণ
D নীয়মান
Solution
Correct Answer: Option B
• 'যা অপনয়ন করা যায় না' এক কথায় প্রকাশ - অনপনেয়।
অন্যদিকে:
- 'যা অপনয়ন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দূরপনেয়।
- 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - অপসৃয়মাণ।
- 'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান।