Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় আগত ফারসি শব্দসমূহঃ খোদা, রোযা, হাদিস, কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, গালিচা, গুনাহ, দোযখ, নামায, ফেরেশতা, বেহেশতা, নালিশ, বাদশাহ, বান্দা, মেথর, রসদ, হাঙ্গামা, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, বারান্দা, ফিরিঙ্গি ইত্যাদি ।