Solution
Correct Answer: Option A
⇒ নিউমোনিয়া হলো শ্বসনতন্ত্রের একটি মারাত্মক রোগ যা মূলত ফুসফুসকে (Lungs) আক্রান্ত করে।
⇒ ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণে ফুসফুসের বায়ুথলিগুলোতে (Alveoli) প্রদাহ সৃষ্টি হয় এবং সেখানে পুঁজ বা তরল জমে যায়।
⇒ এর ফলে অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি হয়, রোগীর শ্বাসকষ্ট হয় এবং কাশি ও জ্বর দেখা দেয়।