নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?

A সামাজিক অবক্ষয়

B মূল্যবোধ অবক্ষয়ের

C সুশাসনের

D শিক্ষার গুণগতমানের

Solution

Correct Answer: Option C

সুশাসন একটি আপেক্ষিক ইস্যু । সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছি কি-না তা বোঝা যায় প্রশাসনিক কাঠামো, দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা । তবে উপযুক্ত বিষয়গুলোর মধ্যে গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের বিষয়গুলোর মধ্যে গণোমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোর সুস্থ ও বিবৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরে ইতিবাচক জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions