হীরকের ক্রান্তি কোন কত?

A ২৪ ডিগ্রি

B ২৫ ডিগ্রি

C ২৬ ডিগ্রি

D ২৭ ডিগ্রি

Solution

Correct Answer: Option A

• সংকট কোণ: আলোক রশ্মি ঘণ মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ (i) এর যে মানের জন্য প্রতিসরণ কোণের (r) মান 90° হয় তাকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে।

• বাতাসে সাপেক্ষে হীরকের ক্রান্তি বা সংকট কোণ 24.4° ডিগ্রি পানির সাপেক্ষে হীরকের ক্রান্তি কোণ 33° ডিগ্রি বলতে বোঝায় হীরক থেকে আলো পানিতে প্রসারিত প্রতিসরিত হওয়ার সময়ে আপতন কোণের 33° ডিগ্রি হলে পানির বিভেদ তল ঘেঁষে যাবে অর্থাৎ প্রতিসরণ কোণ 90° ডিগ্রি হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions