Correct Answer: Option D
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান-
*এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান-দক্ষিণ এশিয়ায়।
*বাংলাদেশ দেশ ২০ ডিগ্রি ৩৪´ থেকে ২৬ ডিগ্রি ৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ০১´ থেকে ৯২ ডিগ্রি ৪১´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
*বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে-কর্কটক্রান্তি রেখা।
*'ট্রপিক অব ক্যানসার' বা কর্কটক্রান্তি রেখার উপর বাংলাদেশ অবস্থিত।
*পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-বাংলাদেশ।
*গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘন্টা।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions