মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের কয়টি সূত্র আবিষ্কার করেন?
Solution
Correct Answer: Option B
-ফ্যারাডের প্রথম সূত্র :-
গলিত বা দ্রবীভূত কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর, প্রবাহিত বিদ্যুৎ চার্জের সমানুপাতিক।
-ফ্যারাডের দ্বিতীয় সূত্র :-
যদি গলিত বা দ্রবীভূত বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ চার্জ প্রবাহিত করা হয়, তবে বিভিন্ন তড়িৎদ্বারে দ্রবীভূত বা সঞ্চিত মৌলের ভর মৌলসমূহের নিজ নিজ রাসায়নিক তুল্যাংকের সমানুপাতিক।