ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
A আইসোটোন
B আইসোটোপ
C আইসোবার
D রাসায়নিক পদার্থ
Solution
Correct Answer: Option B
- বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় আইসোটোপ।
- কোন ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা সনাক্ত করা হয়।
- ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-৬০ (⁶⁰CO) আইসোটোপ ব্যবহার করা হয়।
- আইসোটোপ দ্বারা টিউমারের উপস্থিতি নির্ণয় করা হয়।