ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব

A ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

B একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

C ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

D উপরের কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

- ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সার্ভারগুলোকে ক্লাউড সার্ভার বলা হয় । এ সার্ভারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর সামর্থ্য, প্রয়োজন ও চাহিদা মোতাবেক এরা সেবা দিয়ে থাকে ।

- বিষয়টি আরো পরিষ্কার করে বললে Resources Flexibility, on Demand, Pay as you go -এ তিনটি বৈশিষ্ট্যের উপর ক্লাউড সার্ভারের সেবা নির্ভর করে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions